Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

কুষ্টিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের কার্যক্রম শুরু

২৩ জানুয়ারি, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ
কুষ্টিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের কার্যক্রম শুরু
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া অঞ্চলের কৃষকদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে রাইস ট্রান্সপ্লান্টারে মাধ্যমে ধানের চারা রোপণ। ফলে অল্প সময়ে বেশি জমিতে ধান রোপণ করা সম্ভব হচ্ছে। এতে সাশ্রয় হচ্ছে সময় ও অর্থ। আর অধিক লাভবান হচ্ছেন চাষিরা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান।

কৃষির আধুনিকায়নে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী বোরো ধানের সমালয় চাষাবাদ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রাইস ট্রান্সপ্লান্টারের কার্যক্রম শুরু হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে একজন শ্রমিক দিনে ৩-৪ একর জমিতে ধানের চারা রোপণ করতে পারেন। এতে একসঙ্গে ৬ সারিতে চারা রোপণ করা যায়। ফলে খরচ কমে ৫০ ভাগ। সনাতন পদ্ধতিতে এক বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে কমপক্ষে চারজন শ্রমিককে কাজ করতে হয়। এতে খরচ হয় কমপক্ষে দুই হাজার থেকে আড়াই হাজার টাকা। আর রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে এক বিঘা জমিতে ধান রোপণ করতে খরচ হয় ৫০০-৭০০ টাকা।

জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বলেন, সরকার কৃষিতে যান্ত্রিকীকরণের উদ্যোগ নিয়েছে। মেশিনের মাধ্যমে ধান রোপণের ফলে চাষিরা অধিক লাভবান হবেন। আর মেশিন ক্রয়ে সরকার চাষিদের আর্থিক সহায়তা দিচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফী রফিকুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফী রফিকুজ্জামান বলেন, আগামীর কৃষি মানেই যন্ত্রনির্ভর কৃষি। যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণের ব্যবস্থা করেছি। এর মূল কারণ হচ্ছে অল্প সময়ে অধিক জমিতে চারা রোপণ করা সম্বব হচ্ছে।

এম জি

শেয়ার