Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

২৩ জানুয়ারি, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
ইউক্রেন যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়া নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্ষমতা গ্রহণের পরই উঠেপড়ে লেগেছেন নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে। অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা, বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি স্কিমে কাজ করা সব মার্কিন সরকারি কর্মকর্তাদের দ্রুত ছুটি দেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।

ক্ষমতায় এসে বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করার আশ্বাস দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ফিরেই নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে যেন উঠেপড়ে লেগেছেন। ক্ষমতায় আসার আগেই লেবানন, ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধের পর, এবার তার লক্ষ্য রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধ করা।

এই লক্ষ্যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন তিনি। এবার, ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার ওপর উচ্চমাত্রায় কর, শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা জানান তিনি।

এদিকে, অভিবাসন নীতি নিয়ে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতিও বাস্তবায়নে নেমেছেন ট্রাম্প। এর আগে বিজয় সমাবেশে দেয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, ক্ষমতায় এসেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন তিনি। নিশ্চিত করবেন সীমান্তে নিরাপত্তা।

এরই ধারাবাহিকতায়, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, প্রায় এক হাজার সেনাকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্তে মোতায়েনের পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। একইসঙ্গে, বাস্তবায়ন করেছেন ‘দ্রুত অপসারণ’ নীতি।

যেটি অনুযায়ী, কোনো অভিবাসী যদি প্রমাণ করতে না পারে যে তারা দুই বা তার বেশি বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছে, তবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

এছাড়া, বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তি বিষয়ক সংস্থাগুলোর কর্মকাণ্ডকে মার্কিন আইনের পরিপন্থি অভিযোগে সেখানে কর্মরত কর্মচারীদের দ্রুত ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, জাতি, বর্ণ নির্বিশেষে মেধার ভিত্তিতে তৈরি যুক্তরাষ্ট্র গড়ার পথে এই সংস্থাগুলো বাধাস্বরূপ।

৩১ জানুয়ারির মধ্যেই সংস্থাগুলোতে ছাঁটাইয়ের পাশাপাশি, তাদের ওয়েবসাইটগুলো বন্ধেরও নির্দেশ দেন ট্রাম্প।

বিএইচ

শেয়ার