জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কারন দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।
সরকারি নিয়ম অনুযায়ী ৯টা থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান না করে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দিয়ে যাওয়ার কারনে ৩ বিদ্যালয়ের ৩ প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী। গত ২১ জানুয়ারি ইস্যুকৃত চিঠিতে আগামী ৩ কর্ম দিবসের মধ্যে লিখি ভাবে শোকজের জবাব দিতে বলা হয়।
শোকজকৃত ৩ বিদ্যালয় হলো- কাজলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজলডাঙ্গা ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উমানন্দ মধ্যপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শোকজ প্রাপ্ত প্রধান ও সহকারী শিক্ষকরা শোকজ নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, নোটিশের জবাব দেয়া হবে।
এর আগে, গত শনিবার ( ১৮ জানুয়ারি) ‘ শিক্ষকদের সমন্বয় করা সময়ে চলছে বেশ কয়েকটি স্কুল’ শিরোনামে দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
এনজে