বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের হতদরিদ্র পরিবারের মেধাবী মেয়ে আরিফা আক্তার বরিশাল মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তবে একে একে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া আরিফা, মেডিকেল কলেজে ভর্তির খরচ নিয়ে গভীর চিন্তায় রয়েছেন। তার পরিবারে অর্থনৈতিক অস্থিরতা, ভ্যান চালক বাবা ও দর্জি কাজ করা মায়ের সংগ্রামী জীবন তার শিক্ষার পথে একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসনসহ অন্যান্য সহৃদয় মানুষের সহযোগিতার আশায় রয়েছে এই মেধাবী শিক্ষার্থী।
রোববার প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষায় আরিফা আক্তার মেধা তালিকায় ১৯৭১ তম হয়েছেন। তার স্কোর ছিল ১৭৮। তিনি বরিশাল মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া আরিফা আক্তার বাগেরহাট জেলার কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের শেখ আসাদুজ্জামান ও হামিমা আক্তার হিমা দম্পতির বড় মেয়ে।তাদের আরেক মেয়ে শরিফা আক্তার ৬ষ্ঠ শ্রেণিতে পড়েন।
আরিফার বাবা পেশায় একজন ভ্যান চালক। মা হামিমা আক্তার হিমা গৃহীনি হলেও, মেয়েদের লেখাপড়া ও সংসারে স্বচ্ছলতার জন্য নিজের কাজ সেরে যতটুকু সময় পান দর্জি কাজ করেন।মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে ৬ বছর আগে দুই মেয়েকে নিয়ে প্রতাপপুর গ্রাম ছেড়ে বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় একটি টিন সেড বাড়িতে ওঠেন। ছোট্ট দুটি কক্ষে অনেক কষ্ট করে বসবাস করেন তারা।মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় অনেক খুশি হলেও, হামিমা আক্তার হিমার কপালে চিন্তার ভাজ ভর্তি ও পড়াশুনার ব্যয় নিয়ে।
তিনি বলেন, ওর বাবা ভ্যান চালিয়ে আর কত টাকা পায়, খুবই কষ্টে দিন যায় আমাদের। দুই মেয়ের পড়াশুনার জন্য অনেক কষ্ট করে শহরে থাকি।এইচএসসি পরীক্ষার পরে মেয়েকে কোচিংয়ে দেওয়ার জন্য আমার সামান্য সোনার গহনা বন্ধক রেখে টাকা দিয়েছিলাম। পরে গ্রামীন ব্যাংকসহ তিনটি এনজিও থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকা ঋণ করেছি। আর কয়দিন পরেই মেয়ের ভর্তি, কিভাবে ভর্তি টাকা জোগাড় হয়ে, আর ভর্তির পরে কিভাবে ওর লেখাপড়া চলবে এটা নিয়ে খুবই চিন্তায় রয়েছি।
ভ্যান চালক বাবা আছাদুজ্জামান শেখ বলেন, আমি লেখা পড়া জানিনা, নিজের নামও লিখতে পারিনা। জীবনে একটাই চাওয়াছিল আমার সন্তানরা শিক্ষিত ও ভাল মানুষ হোক। ছোট বেলা থেকেই সে মেধাবী ছিল। মাত্র ৪ বছর বয়সে তাকে স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলে ভর্তি করি। পরে ৬ষ্ট শ্রেনিতে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে ভর্তি করি। বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ১৭-১৮ কিলোমিটার। প্রতিদিন সকালে মেয়েকে ভ্যানে করে নিয়ে আসতাম স্কুলে। আরিফা সারাদিন স্কুলে থাকত, আর আমি ভ্যান চালানো শেষ করে মেয়েকে নিয়ে বাড়ি যেতাম। কোনদিন সন্ধ্যা, আবার কোনদিন রাত হয়ে যেত। এভাবে দুই বছর পাড় করেছি, পরে অষ্টম শ্রেনিতে উঠলে শহরে বাসা ভাড়া থাকা শুরু করি।
তিনি আরও বলেন, এসএসসি, এইচএসসি পাশ ও মেডিকেলে ভর্তির জন্য কোচিং করানোর জন্য ধার-দেনা ও কয়েকটি এনজিও থেকে কয়েক লক্ষ টাকা ঋণ করেছি। এখন মেয়েকে মেডিকেলে ভর্তি করানোর কোন সঙ্গতি আমার নেই। শুনেছি মেডিকেলে পড়তে অনেক টাকার প্রয়োজন।মেয়েকে ভর্তির জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন অসহায় এই বাবা।
বরিশাল মেডিকেলে চান্স পাওয়া মেধাবী আরিফা আক্তার বলেন, ভর্তি নিয়ে বাবা-মাসহ পরিবারের সবাই চিন্তিত। আমিও বেশ চিন্তায় আছি, কিভাবে ভর্তি হব, কিভাবে পড়াশুনা চলবে। এতদিনের সব কষ্ট কি বিফলে যাবে? ভর্তির জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন মেধাবী এই শিক্ষার্থী।
আরিফার এমন সাফল্যে খুশি কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মানুষ। তাদের প্রতিবেশী মহিদুল বলেন, আরিফার বাবা-মা দুজনেই কঠোর পরিশ্রম করেছেন তাদের লেখাপড়ার জন্য।তাদের মেয়ে আরিফা মেডিকেলে চান্স পেয়েছেন, এজন্য আমরা খুবই খুশি। আরিফা আমাদের এলাকার মেডিকেলে চান্স পাওয়া দ্বীতিয় মেয়ে।
মেধাবী আরিফার ভর্তির বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। তিনি বলেন, ভর্তির নির্ধারিত সময়ের আগেই তার ভর্তির জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।আরিফার মত কোন দরিদ্র পরিবারের মেধাবী সন্তানরা যদি মেডিকেল, বুয়েটসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলে, তাদেরকেও সহযোগিতা করা হবে বলে জানান জেলার এই শীর্ষ কর্মকর্তা।
এম জি