Top
সর্বশেষ

করোনাভাইরাস: চুয়াডাঙ্গায় মৃত্যু ১

১২ এপ্রিল, ২০২১ ১:১৯ অপরাহ্ণ
করোনাভাইরাস: চুয়াডাঙ্গায় মৃত্যু ১
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে (রেড জোন) তার মৃত্যু হয়। মৃত্যু বরণকারী রেজাউল ইসলাম (৫৬) চুয়াডাঙ্গা পৌর এলাকার থানা কাউন্সিলপাড়ার মৃত খালেক শিকদারের ছেলে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৫৫ জন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড ইনচার্জ মোতালেব হোসেন রনি জানায়, গত ৭ এপ্রিল রেজাউল ইসলাম ঠান্ডা ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নমুনা দেয়। পরদিন ৮ এপ্রিল সংগৃহীত নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। তার অবস্থার অবনতি হলে ৯ মার্চ সকাল ১০ টার দিকে করোনা ইউনিটে ভর্তি হয়। সোমবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে রেজাউল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ জন সদরের এবং একজন আলমডাঙ্গা উপজেলার। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮০৪ জন। গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় সুস্থ হয়েছেন ১ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৫ জন।

শেয়ার