Top
সর্বশেষ

সিরাজগঞ্জে মহাসড়কে ৪২ কিলোমিটার যানজট, দূর্ভোগ চরমে

১২ এপ্রিল, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে মহাসড়কে ৪২ কিলোমিটার যানজট, দূর্ভোগ চরমে
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের প্রায় ৪২ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী সাধারণ চরম দূর্ভোগের শিকার। এ তীব্র যানজট নিরসনে পুলিশ রাতদিন কাজ করছে। কঠোর লকডাউন ঘোষণার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা যায়, রোববার (১১ এপ্রিল) মধ্য রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর, সায়দাবাদ, মুলবাড়ী, কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোলচত্বর ও চান্দাইকোনা পর্যন্ত ৪২ কিলোমিটার জুড়ে দফায় দফায় এ যানজটের সৃষ্টি হচ্ছে।

সোমবার (১২ এপ্রিল) দুপুরের দিকে যানজটের তীব্রতা আরো বেড়ে যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বুধবার থেকে সারাদেশে কঠোর লকডাউন দিচ্ছে সরকার। এ কারণে রোববার থেকে পণ্যবাহি ট্রাক, মাইক্রোবাস, কারসহ অনান্য ছোটখাট যানবাহনে বিভিন্ন পেশার নারী পুরুষ বাড়ি ফিরছে। এতে এ মহাসড়কে দফায় দফায় যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়াও দুপুরের দিকে মহাসড়কের ভূইয়াগাঁতী এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনায় এ যানজট আরো তীব্র আকার ধারণ করে।

পুলিশ এ যানজট নিরসনে হিমশিম খাচ্ছে। এদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে নলকা ব্রীজ পর্যন্ত যানজট নিরসনে পুলিশ দিনরাত কাজ করছে। ধরিগতিতে যানবাহন চললেও যানজটের তীব্রতা কমেনি বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার