Top
সর্বশেষ

সাতক্ষীরায় বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণের ট্যাবলেট জব্দ, আটক ২

২৫ মে, ২০২১ ৭:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণের ট্যাবলেট জব্দ, আটক ২
সাতক্ষীরা প্রতিনিধি :

ভারতে পাচারকালে সাতক্ষীরার আলীপুর থেকে ৩ লাখ ৬০ হাজার পিস বাংলাদেশের সরকারি জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে সাতক্ষীরা শহরের ইটাগাছার জাহাঙ্গীর আলম ও আলীপুরের সবুজ সরদার নামের দুই চোরাচালানীকে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইয়াসিন আলম জানান, সীমান্ত এলাকায় পুলিশের টহলের সময় গোপন সূত্রে জানতে পারি আলীপুর গ্রামের সবুজ সরদারের বাড়িতে বিপুল সংখ্যক জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট জড়ো করে রাখা হয়েছে। যেকোন সময় চোরাপথে তা ভারতে পাচার করা হতে পারে।

তিনি আরো জানান, খবর পেয়ে মঙ্গলবার (২৫ মে) ভোররাতে সবুজ সরদারের বাড়ি ঘেরাও করে এসব ট্যাবলেট জব্দ করা হয়।

এসময় ঘরের ভেতর থেকে ১২ হাজার পাতার সরকারি সুখী ট্যাবলেট বের করে আনা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে।

শেয়ার