Top

দিনাজপুরে পৃথক বজ্রপাতে ৭জন নিহত

২৩ আগস্ট, ২০২১ ৫:১৩ অপরাহ্ণ
দিনাজপুরে পৃথক বজ্রপাতে ৭জন নিহত

দিনাজপুরে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় ৭জন নিহতের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ আগষ্ট) দিনাজপুর শহরের ৮নং নিউটাউন রেল ঘুন্টি এলাকার মনোয়ার চৌধুরীর পুকুরের পাশের টিনশেডে বসে মোবাইলে গেম খেলার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই ৪জনের মৃত্যু ঘটে। এদিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়া পাড়ায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে আরও ৩জন নিহতের ঘটনা ঘটেছে।

জানা গেছে, এলাকার কিছু উঠতি যুবক ও কিশোর পুকুরের পাড়ে মোবাইলে গেম খেলার সময় বৃষ্টি শুরু হলে পাশের টিনশেডে আশ্রয় নেয়। এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে স্থানীয় সাদিকুলের ছেলে আপন(১৬), আমিনুল ইসলামের ছেলে সাজ্জাদ(১৩), মৃত সিদ্দিকের ছেলে হাসান(১২) ও রাজু মন্ডলের ছেলে মিম(১২)ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আহত হয় আরও ৩জন। তারা হলো বাবলুর ছেলে আটিক(১৬), ইদ্রিসের ছেলে মমিনুল(১৭) ও আব্দুল গফুরের ছেলে সাজু(১৬)।

স্থানীয় যুবক সেলিম জানান, বেশ কয়েকজন বসে মোবাইলে গেম খেলার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটনা ঘটলে আমরা কাছে গিয়ে দেখি ৪জন মরে পড়ে আছে। এদিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ শুকদেবপুর গুড়িয়া পাড়ায় পুকুরে মাছ ধরার সময় স্থানীয় মোকসেদের ছেলে নুর ইসলাম(২৪), সামুর ছেলে আব্দুর রাজ্জাক(২৩) ও আলতাফ হোসেনের ছেলে আব্বাস আলী(২২) বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

শেয়ার