Top

দেশে করোনায় আক্রান্ত হয়ে ১১৭ জনের মৃত্যু

২৩ আগস্ট, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
দেশে করোনায় আক্রান্ত হয়ে ১১৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৩৯৯ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭১৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৯ নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭১৭ জন। ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আট হাজার ৯৮২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জনে।

এর আগে রোববার স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৩৯ জনের মৃত্যু হয়। এ নিয়ে তখন করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৫ হাজার ২৮২ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হন ৪ হাজার ৮০৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনে। তারও আগে শনিবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ১২০ জনের মৃত্যু হয়। তারও আগে শুক্রবার ১৪৫, বৃহস্পতিবার ১৫৯, বুধবার ১৭২, মঙ্গলবার ১৯৮ জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার