Top

হাজারো মানুষের ভরসা গজারি গাছের তৈরি সাঁকো

২৪ আগস্ট, ২০২১ ৪:৪২ অপরাহ্ণ
হাজারো মানুষের ভরসা গজারি গাছের তৈরি সাঁকো
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গাজিয়ারন গ্রামের খান পাড়া এলাকায় হাজারো মানুষের বসবাস। ওই এলাকার লোকজনের যাতায়াত করতে হয় একটি মাত্র গজারি গাছের তৈরি সাঁকো দিয়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গোসিংগা বাজার, কর্ণপুর বাজার, বরমী বাজার, শ্রীপুরসহ এলাকার লোকজন খুব কষ্ট করে বিভিন্ন হাটবাজারে যেতে হয় গাছের তৈরি সাঁকো উপর নির্ভর করে প্রতিনিয়ত।

ওই এলাকায় নেই কোন রাস্তাঘাটে ব্যবস্থা। শ্যামার মার খাল নামে পরিচিত। এখানে একটি কালভার্ট নির্মাণের দাবি গ্রামবাসীর। একটি কালভার্টের জন্যে চরম দুর্ভোগ পোহাতে হয় এলকাবাসীর।

এছাড়ও শিক্ষার্থীদের নিয়মিত স্কুল-কলেজ, মাদ্রাসায় আসাযাওয়ায় লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে থাকে। তাই স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এলাকার লোকজনের আবেদন এখানে একটি কালভার্ট হলে বিশেষ করে শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়ায় মনোযোগী হবে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা চেয়ারম্যান এ্যাডকেট শামসুল আলম প্রধান বলেন, মানুষের দুর্ভোগ দুর করতে এখানে একটি কালভার্টের নির্মানের পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার