Top

বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ জুড়ে ধান চাষ

২৫ আগস্ট, ২০২১ ১১:৫১ পূর্বাহ্ণ
বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ জুড়ে ধান চাষ
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার এক দাখিল মাদ্রাসার সামনের খেলার মঠে ও প্রতিষ্ঠানের যাতায়াতের রাস্তাসহ চারিদিকে ধান চাষ করা হয়েছে। প্রতিষ্ঠানের চারদিকে এখন ধান গাছ ও পানি। কোথাও একফুট কোথাও হাটু সমান পানি। তার মাঝেই জেগে উঠেছে ধানের গাছ। ধান কোথাও বেড়ে উঠেছে পানির উপরে আবার কোথাও পানিতে ডুবে রয়েছে। এই ধান চাষ হচ্ছে রাণীশংকৈল উপজেলা নেকমরদ ইউনিয়নের চন্দনচহট আলহাজ্জ ইমারউদ্দিন দাখিল মাদ্রাসার খেলার মাঠের জমিতে।

২৪ আগস্ট মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসাটি নেকমরদ থেকে বালিয়াডাঙ্গী মহাসড়ক ঘেঁষে অবস্থিত। দুর থেকে দেখে চেনার উপায় নেই এটি শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসাটির চতুর পাশে ধানের আবাদ। এমনকি মাদ্রাসাটিতে প্রবেশের তেমন কোন পথও নেই। কারণ মাদ্রাসার প্রবেশ পথেও ধান লাগানো হয়েছে। এই মাদ্রাসাটির ৬টি কক্ষ রয়েছে। দুটি কক্ষে কিছু টেবিল চেয়ার রাখা হয়েছে। প্রতি কক্ষেই ভুট্টার ডাটার স্তুপ। বারান্দায় রয়েছে খড়ি।

ঐ মাদ্রাসার নৈশ প্রহরী হামিদুর রহমান বলেন, রোপা আমনে ধান চাষ করতে তেমন পানির প্রয়োজন হয় না। এসময় মাঠজুড়ে পানি থাকে। বিল বেতন নাই । মাঠটি পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল, মাদ্রাসাও বন্ধ তাই সুপারকে বলে ধান চাষাবাদ করছি।

এছাড়া মাদ্রাসা মাঠের ২৫ কাঠা জমিতে তিনি এ চাষাবাদ প্রায় চার বছর ধরে করে আসছেন।

মাদ্রাসার সুপার মনতাজ আলী কাজী জানান, মাদ্রাসার নৈশ প্রহরী হামিদুর রহমান গরীব মানুষ তাছাড়া মাদ্রাসার বিল বেতনও নাই। তাই সে রোপা আমন চাষাবাদ করতে চাইলে মাদ্রাসার মাঠের জমিতে এ চাষাবাদ করছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৯৫ সালে ১ একর ৪ শতক জমিতে স্থাপিত হয়েছে এ মাদ্রাসাটি, বর্তমানে প্রায় ২২৫ জন শিক্ষার্থী রয়েছে। তাছাড়া প্রায় ১৬ জন শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বিনা বেতনে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। আদৌ বিল বেতন হবে কিনা সন্দেহ রয়েছে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী শাহরিয়ার বলেন, এই মাদ্রাসাটি চলমান কিনা আমার জানা নেই। তাছাড়া আলহাজ্ব ইমারউদ্দীন মাদ্রাসা নামে দাখিল মাদ্রাসা রয়েছে কিনা তাও আমার জানা নেই।

এক প্রশ্নের জবাবে বলেন, অব্যশই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে চাষাবাদ করতে পারে না কেউ।

আব্দুল কাদের নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর অভিভাবক বলেন, দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ছেলে-মেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। আর সেই সুযোগে মাদ্রাসার মাঠে ধান চাষ করছে কর্তৃপক্ষ। এতে মাদ্রাসার মাঠে খেলাধুলার পরিবেশ নষ্ট হচ্ছে। এটি মাদ্রাসা কর্তৃপক্ষের ঠিক হয়নি।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেনের কাছে ধান রোপণের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, মাদ্রাসটি এমপিও ভুক্ত হয়নি। করোনার জন্য বন্ধও রয়েছে। তাই ফেলে না রেখে অফিস কর্মচারী ধান রোপণ করেছেন। এতে সমস্যা তো দেখছি না।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে ধান চাষ করার কোনো বিধান নেই। মাঠটি খেলার জন্য শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। এবিষয়ে মাদ্রাসার সুপারকে ডেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার