Top

মাতৃসদনে সেবার মান বৃদ্ধির দাবীতে গাইবান্ধায় মানববন্ধন

০৫ সেপ্টেম্বর, ২০২১ ৩:১৪ অপরাহ্ণ
মাতৃসদনে সেবার মান বৃদ্ধির দাবীতে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি :

মাতৃসদনে রোগি হয়রানি বন্ধ এবং ডাক্তার নিয়োগ সহ সেবার মান বৃদ্ধি ও অনিয়ম বন্ধের দাবিতে গাইবান্ধার আজ রোববার মানববন্ধন – অবস্থান কর্মসূচী পালিত হয়েছে ।

বাংলাদেশর কমিউনিস্ট পার্টি সিপিবির আয়োজনে আজ শহরের ডিবি রোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচীতে বক্তব্য রাখেন সিপিবি নেতা মিহির ঘোষ , ওয়াজিউজর রহমান র‌্যাফেল , মোস্তাফিজুর রহমান মুকুল সহ অন্যরা ।

বক্তারা বলেন দীর্ঘ ১ বছর থেকে গাইবান্ধার একমাত্র মা ও শিশু কল্ল্যাণ কেন্দ্রে মায়েদের চিকিৎসা দেয়ার জন্য গাইনি ডাক্তার নেই। নার্স ও স্বাস্থ্যকর্মী দিয়ে চলছে মাতৃসদনের কাজ । ফলে ১ বছর যাবৎ সিজারিয়ান অপারেশন সহ প্রসুতি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। অবিলম্বে মাতৃসনদ সচল করার দাবীতে আজ এই কর্মসুচী পালন করা হয়।

শেয়ার