Top

দিনাজপুরের বীরগঞ্জে ‘ডায়াবেটিক ফুট কেয়ার ইউনিট’ এর উদ্বোধন

০৭ সেপ্টেম্বর, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ
দিনাজপুরের বীরগঞ্জে ‘ডায়াবেটিক ফুট কেয়ার ইউনিট’ এর উদ্বোধন
দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে উত্তর জনপদের ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের পায়ের পচনশীল ঘা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা সেবা আরও এক ধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ‘ডায়াবেটিক ফুট কেয়ার ইউনিট’ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর ) বিকেলে ৪টায় বীরগঞ্জ উপজেলার ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার এর আয়োজনে বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য (বিপিএম) প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই ‘ডায়াবেটিক ফুট কেয়ার ইউনিট’ এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সংক্ষিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বামী বিবেকানন্দ’র ‘সখার প্রতি’ কবিতার অন্তিম দুটি চরণ ‘বহুরুপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর ? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর’ উচ্চারণ করে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, মানুষের প্রতি মানুষের মমত্ববোধ থাকতে হবে। আর মানুষের প্রতি প্রেম থেকেই বীরগঞ্জের ডা. ডি সি রায় কাজ করে যাচ্ছেন। ডায়াবেটিস হচ্ছে নিরোধ ঘাতক। এই ঘাতক রোগ প্রতিরোধে সচেতনতাই বেশি কার্যকর ভুমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, অপরাধ নির্মুল ও পুলিশের সেবা দেয়ার ক্ষেত্রে এলাকার মানুষের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আপনাদের সহযোগিতা না পেলে অপরাধ নির্মুলে পুলিশ কার্যকর ভুমিকা রাখতে পারবে না।

দিনাজপুর সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, বীরগঞ্জ পৌরসভার মেয়র মো. মোশারফ হোসেন বাবুল। স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টার স্বত্তাধিকারী ডা. ডি সি রায়।

স্বাগত বক্তব্যে ডা. ডি সি রায় বলেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘ মেয়াদী জটিলতা যেমন: চোখ, কিডনী, হার্ট, রক্তনালী এবং পা সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হচ্ছেন। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো অন্যান্য জটিলতার মধ্যে পা সংক্রান্ত জটিলতায় আক্রান্ত ডায়াবেটিস রোগীরা এই বিষয়ে সচেতন না হওয়া জনিত কারণে প্রতিনিয়ত এ্যাম্পুটেশন তথা আক্রান্ত ব্যক্তিদের পা কেটে ফেলতে হচ্ছে। যার কারণে আক্রান্ত ব্যক্তির ব্যক্তিজীবনে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক অবস্থানে মারাত্মক খারাপ প্রভাব পড়ৃেছ। অথচ শুধুমাত্র রক্তের গ্লোকোজ নিয়ন্ত্রণের মাধ্যমে এবং পা সংক্রান্ত জটিলতা বিষয়ে সামান্য সচেতনতাই উক্ত ব্যক্তিকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে। ডায়াবেটিক ফুট কেয়ার ইউনিটটির মাধ্যমে দিনাজপুর তথা উত্তর জনপদের ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের পা সংক্রান্ত বিষয়ে সচেতনতা এবং উক্ত বিষয়ের চিকিৎসা ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে থাকবে বলে বিশ্বাস করি।

এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মধ্য দিয়ে অনুষ্ঠান আলোচনা সভা শুরু হয়। এরপর অতিথিবৃন্দকে ব্যাচ ও উত্তরীয় পড়িয়ে দেন ফুট কেয়ার সেন্টারের সদস্যরা। আলোচনা শেষে অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করেন ডা. ডি.সি. রায়।

শেয়ার