Top

বাকৃবিতে‘‘জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশে কৃষি শিক্ষার অগ্রযাত্রা’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

১৫ সেপ্টেম্বর, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
বাকৃবিতে‘‘জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশে কৃষি শিক্ষার অগ্রযাত্রা’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশে কৃষি শিক্ষার অগ্রযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি মিলনাতয়নে গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এই আলোচনা সভা আয়োজন করে।

গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের উপদেষ্ঠা পরিষদের সদস্য প্রফেসর ড. মঞ্জুরুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আলমগীর হোসেন ও ড. আফরিনা মুস্তারিসহ অন্যান্যরা।

আলোচনায় বক্তারা বলেন, কৃষি উন্নয়নে কৃষিবিদদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বঙ্গবন্ধুর জন্যই আজ কৃষিবিদরা প্রথম শ্রেনির পদমর্যাদা পেয়েছে। সুতরাং কৃষি উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। পরে বক্তারা ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিমের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।

শেয়ার