Top

গাইবান্ধায় বিরল প্রজাতির সাপ পাচার, গ্রেফতার ৪

১৬ সেপ্টেম্বর, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ
গাইবান্ধায় বিরল প্রজাতির সাপ পাচার, গ্রেফতার ৪
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়িতে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির প্রাণী তক্ষক (টক্কর সাপ) পাচার করার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে গাইবান্ধা র‌্যাব-১৩ এর সদস্যরা ।
র‌্যাব-১৩ ক্যাম্প কমান্ডার মো: আব্দুর রাজ্জাক খান এএসপি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বুধবার গভীর রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বিশ্রামগাছী গ্রামের কিছু লোক তক্ষক পাচারের সাথে জড়িত। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করি।
গ্রেফতারকৃতরা হলেন. পলাশবাড়ির বিশ্রামগাছী গ্রামের শাহজাহান(৪০),ওসমানগণি(৪০), জাকির হোসেন (২৬), সাহাবুল (৩৫)।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রকৃতি হতে বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির প্রাণী ৬টি তক্ষক(টক্কর সাপ)গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। এগুলো বাংলাদশে থেকে ভারত হয়ে অন্যান্য দেশে পাচারের উদ্দেশ্যে এখানে আনা হয়। এ ব্যাপারে পলাশবাড়ি থানায় একটি মামলা দায়রে করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শেয়ার