Top

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী সহিংসতায় আহত ১১

১৯ সেপ্টেম্বর, ২০২১ ২:২৩ অপরাহ্ণ
নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী সহিংসতায় আহত ১১
নোয়াখালী প্রতিনিধি :

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১জন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে আশংকাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় বুড়িরচর ইউনিয়নের ইব্রাহিম মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, বুড়িরচর ৮নং ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে আব্দুর রহমান (৪০), গিয়াস উদ্দিনের ছেলে জহির উদ্দিন বাবর (৪৫), হেজু মেস্ত্রীর ছেলে সাহাব উদ্দিন (৩৮), সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইকবাল (৩৬), ইউছুফের ছেলে আমির হামজাসহ (৩৬) ১১জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচারণার শেষ দিন রোববার সন্ধ্যার পর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলামের লোকজন পথসভা করার উদ্দেশ্যে সাগরিয়া বাজারের দিকে আসছিল। পথে তারা ইব্রাহিম মার্কেট এলাকায় পৌঁছলে তাতে হামলা চালায় কয়েকজন দূর্বৃত্ত। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১১জন আহত হয়।

স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, তাদের পূর্ব নির্ধারীত পথসভা যাওয়ার পথে নৌকা প্রতীকের প্রার্থী জিয়া আলী মোবারক উল্যার সমর্থকরা তাতে হামলা চালায়। হামলাকারীরা আমার সমর্থক জহির উদ্দিন বাবরের হাতের কব্জি কেটে দিয়েছে।

এ ব্যাপারে নৌকার প্রার্থী জিয়া আলী মোবারকের মোবাইলে যোগাযোগ করার চেষ্ঠা করে তাকে পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে ঘটনায় কেউ থানায় এখনও অভিযোগ করেনি।

শেয়ার