Top

চাঁপাইনবাবগঞ্জে অনুসন্ধানী সাংবাদিকতায় কর্মশালা শুরু

১৯ সেপ্টেম্বর, ২০২১ ৩:১৬ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে অনুসন্ধানী সাংবাদিকতায় কর্মশালা শুরু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনের অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ইন্সিটিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম, এনডিসি চন্দন কর প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের কনিষ্ঠ প্রশিক্ষক শাহ আলম সৈকত। প্রথম দিনের প্রশিক্ষণ পরিচালনা করেন নিউইর্য়ক টাইমসের স্ট্রিংগার জুলফিকার আলি মাণিক। তিনদিনের এই প্রশিক্ষণে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহন করেন।

এদিকে, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে আরও ৩৫ জন সাংবাদিককে নিয়ে ৩ দিনের সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে। এছাড়াও আগামী ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

শেয়ার