Top

শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বিষয়ে তথ্য বিভাগের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

২৫ সেপ্টেম্বর, ২০২১ ৪:২৭ অপরাহ্ণ
শিশু ও নারী উন্নয়নে সচেতনতা বিষয়ে তথ্য বিভাগের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি :

শিশু ও নারী উন্নয়নে সচেতনতা ও যোগাযোগ কার্যক্রম বিষয়ে তথ্য বিভাগ আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালা আজ শনিবার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার আনুষ্ঠানিকভাবে এই কর্মশালার উদ্বোধন করেন। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। কর্মশালায় জেলার নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, সমাজকর্মীসহ ৭০ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশগ্রহন করেন। কর্মশালায় বর্তমান সরকারের গৃহীত নারী ও শিশু উন্নয়ন বিষয়ে, করোনা ভাইরাস, নিরাপদ মাতৃত্ব, জন্মনিবন্ধন, নারী নির্যাতন, বাল্য বিবাহ রোধ ও বিভিন্ন পদক্ষেপ ও কর্মসূচির উপর জ্ঞান দান করা হয়। জেলা তথ্য অফিসার মো: রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তারা বক্তৃতা করেন।

শেয়ার