Top

৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার

০৫ অক্টোবর, ২০২১ ১:৪১ অপরাহ্ণ
৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মীরসরাইয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করেছে উপজেলা মৎস অধিদপ্তর। সোমবার (৪ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে উপজেলার সাহেরখালী ইউনিয়নের স্লুইচ গেইট এলাকা থেকে জালগুলো উদ্ধার করা হয়। পরে কারেন্ট জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, সাহেরখালী কোষ্ট গার্ডের সিসি মোস্তফা কামাল।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, সোমবার (৪ অক্টোবর) থেকে আগামী ২২ দিন সাগরে মা ইলিশ সংরক্ষণের জন্য জেলেদের সাগরে মাছ ধরা বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত রেখে সাহেরখালী স্লুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ২২ দিন সাগর এলাকায় তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার