Top

যশোরে র‌্যাবের হাতে ভারতীয় পণ্যসহ আটক ৬

০৬ অক্টোবর, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
যশোরে র‌্যাবের হাতে ভারতীয় পণ্যসহ আটক ৬
যশোর প্রতিনিধি :

চোরাই পথে ভারতীয় পণ্য নিয়ে আসার অভিযোগে ৬ জনকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটার দিকে যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ডের রেল স্টেশন ভবনের বিপরীত পাশে তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে চোরাই ভারতীয় পণ্য সহ তাদের আটক করে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলো যশোর সদর উপজেলার মন্ডলগাতী পুলের হাট এলাকার রেজার বাড়ির ভাড়াটিয়া মৃত সেকেন্দারের স্ত্রী সেলিনা বেগম(৫০), একই এলাকার মৃত মান্নান শেখের স্ত্রী লাইলী বেগম, যশোরের বেনাপোলের কাগমারী গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী মোছাঃ বাহার(৪৫),বেনাপোল পোর্ট থানা এলাকার গাজীপুর গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী ডলি বেগম(২৭) , যশোর সদর উপজেলার পাঁচ বাড়িয়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মোঃ মিলন (৪০) ও যশোর সদর উপজেলার মন্ডলগাতী পুলের হাট গ্রামের মৃত মান্নানের ছেলে মোঃ জনি (৩৫) । আজ বুধবার ( ৬ অক্টোবর) দুপুরে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএনএর নেতৃত্বে একটি আভিযানিক দল বিকাল সাড়ে ৫ টার দিকে যশোর পৌরসভার ৬ নং ওয়ার্ডের রেল স্টেশন ভবনের বিপরীত পাশে তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ভারতীয় পণ্য সহ সেলিনা বেগম, লাইলী বেগম, মোছাঃ বাহার,ডলি বেগম, মোঃ মিলন ও জনিকে আটক করে।

পরে তাদের কাছ থেকে ভারতীয় পণ্য নিভিয়া ক্রিশ -১৬০ পিস, পন্ডস ফেস ওয়াস-১২২ পিস, শন পাপড়ী-৩৯ পিস, ওলিভ ওয়েল তেল- ১৭৩ বোতল, ডেইরী মিল্ক চকলেট-৩৯ পিস,বডি স্প্রে-১৬ পিস,কিটক্যাট চকলেট-৩৪২০ পিস ও ভারতীয় শাড়ী- ০৭ পিস উদ্ধার করে র‌্যাব। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৩৭ হাজার ৬৮৭ টাকা। উদ্ধারকৃত মালামাল সহ আটক আসামীদেরকে যশোর কোতয়ালী থানায় ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনের ২৫বি (১) (বি) ধারায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শেয়ার