Top

কেশবপুরে শিশুদের অধিকার বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

১১ অক্টোবর, ২০২১ ২:৪৬ অপরাহ্ণ
কেশবপুরে শিশুদের অধিকার বিষয়ক আলোচনা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ‘আমার কথা শোনো’ শীর্ষক শিশুদের অধিকার বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, প্রভাষক মশিউর রহমান শিক্ষক মতিয়ার রহমান, আব্দুল আহাদ, দূর্গা রানী মন্ডল প্রমুখ।

কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া সুলতানা প্রিমার নেতৃত্বে চারজন শিশু বক্তা এবং কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী মায়িশা মুনিরা স্নেহার নেতৃত্বে চারজন শিশু বক্তার বক্তব্য অনুষ্ঠানের অতিথিবৃন্দরা শোনেন এবং শিশু অধিকার রক্ষায় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন প্রধান অতিথি।

শেয়ার