Top

সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে  গৃহবধুর মৃত্যু

১২ অক্টোবর, ২০২১ ৩:৩৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ডেঙ্গু জ্বরে  গৃহবধুর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাপলা খাতুন (২০) নামে এক গৃহবধু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত শাপলা খাতুন কামারখন্দ উপজেলার নয়াপাড়া গ্রামের সেনা সদস্য মোঃ রঞ্জুর আহমেদ এর স্ত্রী।

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জেলায় এ বছরে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। ওই হাসপাতালের পরিসংখ্যানবিদ মোছাঃ জীবন্নাহার এ তথ্য নিশ্চিত করে জানান, শরীরে জ্বর নিয়ে রোববার (১০ অক্টোবর) শাপলা খাতুন ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার বিকেল ৩ টার দিকে তার মৃত্যু হয়। এবিষয়ে কথা বলার জন্য আরএমও ফরিদুল ইসলামকে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার