Top

যমুনায় ইলিশ ধরার দায়ে ১২ জেলের কারাদন্ড

১৩ অক্টোবর, ২০২১ ১১:২৮ পূর্বাহ্ণ
যমুনায় ইলিশ ধরার দায়ে ১২ জেলের কারাদন্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালত যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার দায়ে ১২ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।

সেইসাথে অভিযানে উদ্ধার হওয়া ১৫ হাজার মিটার কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এ কারাদন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা বেলকুচি ও চৌহালী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বেলকুচি ও চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত মাছ স্থানীয় মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

এ অভিযানে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইলিশ মাছের প্রজনন বৃদ্ধিতে গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের নদী-সমুদ্রে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

শেয়ার