Top

চট্টগ্রামে ইউপি নির্বাচন: তিন উপজেলায় নৌকার টিকেট পেলেন যারা

১৩ অক্টোবর, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ণ
চট্টগ্রামে ইউপি নির্বাচন: তিন উপজেলায় নৌকার টিকেট পেলেন যারা
চট্টগ্রাম প্রতিনিধি :

সকল জল্পনা কল্পনার অবসান গঠিয়ে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফটিকছড়ির দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকা প্রতীকে চট্টগ্রাম বিভাগের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

চট্টগ্রামের মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন, সীতাকুণ্ডে ৯টি ইউনিয়ন আর ফটিকছড়ির ১৪টি ইউনিয়নের কে পাচ্ছে নৌকার টিকেট তা নিয়ে চলছিলো রুদ্ধশ্বাস অপেক্ষা। মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে সেই অপেক্ষার অবসান হয়েছে।

মিরসরাইয়ের ১৬ ইউনিয়েনর মধ্যে ৪টি ইউনিয়েন নতুনদের দেওয়া হয়েছে নৌকার টিকেট। বাকী ১২টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানের উপর আস্থা রেখেছে আওয়ামী লীগের হাইকমান্ড। উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকা প্রতীক পেলেন তারা হলেন- করেরহাট ইউনিয়নে মো. এনায়েত হোসেন নয়ন, হিঙ্গুলি ইউনিয়নে সোনা মিয়া (নতুন), জোরারগঞ্জ ইউনিয়নে মোহাম্মদ রেজাউল করিম (নতুন), ধুম ইউনিয়নে আবুল খায়ের মোহাম্মদ জাহাঙ্গীর, ওসমানপুর ইউনিয়নে মো. মফিজুল হক, ইছাখালী ইউনিয়নে মো. নুরুল মোস্তফা, কাটাছড়া ইউনিয়নে রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, দূর্গাপুর ইউনিয়নে এম এম আবু সুফিয়ান, মিরসরাই ইউনিয়নে মো. শামছুল আলম (নতুন), মিঠানালা ইউনিয়নে এম এ কাশেম, মঘাদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসাইন, খৈয়াছড়া ইউনিয়নে মাহফুজুল হক (নতুন), মায়ানি ইউনিয়নে কবির আহমেদ নিজামী, হাইতকান্দি ইউনিয়নে জাহাঙ্গীর কবির চৌধুরী, ওয়াহেদপুর ইউনিয়নে মো. ফজলুল কবির, সাহেরখালী ইউনিয়নে মো. কামরুল হায়দার চৌধুরী।

এদিকে সীতাকুণ্ড উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৪নং মুরাদপুর ইউনিয়নে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাকী ৮ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানদেরকেই দেওয়া হয়েছে মনোনয়ন। উপজেলার সৈয়দপুর ইউনিয়নে এইচ এম তাজুল ইসলাম নিজামী, বারৈয়াঢালা ইউনিয়নে মো. রেহান উদ্দীন, মুরাদপুর ইউনিয়নে এসএম রেজাউল করিম (নতুন), বাড়বকুণ্ড ইউনিয়নে ছাদাকাত উল্লাহ, বাঁশবাড়ীয়া ইউনিয়নে মো. শওকত আলী, ভাটিয়ারি ইউনিয়নে মোহাম্মদ নাজিম উদ্দীন, সলিমপুর ইউনিয়নে সালাউদ্দীন আজীজ, কুমিরা ইউনিয়নে মো. মোরশেদ হোসেন চৌধুরী, সোনাইছড়ি ইউনিয়নে মনির আহমেদ নৌকার প্রতীক পান।

অপরদিকে, ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নে রুস্তম আলী, দাঁতমারা ইউনিয়নে জানে আলম, নারায়নহাট ইউনিয়নে হারুনুর রশীদ, হারুয়ালছড়ি ইউনিয়নে জুলফিকার আলী, পাইন্দং ইউনিয়নে শাহ আলম শিকদার, কাঞ্চননগর ইউনিয়নে দিদারুল আলম, সুন্দরপুর ইউনিয়নে মো. শাহনেওয়াজ, লেলাং ইউনিয়নে সরোয়ার উদ্দীন, রোসাংগিরী ইউনিয়নে সোয়েব আল ছালেহীন, বখতপুর ইউনিয়নে মো. সোলায়মান, জাফতনগর ইউনিয়নে আব্দুল হালিম, ধর্মপুর কাজী এম মাহমুদুল হক, আব্দুল্লাহ ইউনিয়নে মোহাম্মদ অহিদুল আলম ও সমিতির হাট ইউনিয়নে হারুনুর রশীদ ইমন।

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৬টি, সীতাকুণ্ডে ৯টি আর ফটিকছড়ির ১৪টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার