Top

নোয়াখালীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গা পূজা

১৫ অক্টোবর, ২০২১ ১২:৫১ অপরাহ্ণ
নোয়াখালীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গা পূজা
নোয়াখালী প্রতিনিধি :

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গা পূজা। মায়ের বিদায় বেলায় দশমীর সকালে পুষ্পাঞ্জলি গ্রহণ করেছেন নোয়াখালীর হিন্দুপ্রাণ মানুষ।

শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত জেলার ১৭৫টি পূজা মন্ডপে দেওয়া হয় পুষ্পাঞ্জলি। এরপর সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যেই প্রায় সব মন্ডপে বিসর্জন দেওয়া হয় দুর্গা প্রতিমা।

সকাল থেকে পুষ্পাঞ্জলি নেয়ার পাশাপাশি মায়ের প্রতিমা দর্শন করতে হিন্দুপ্রাণ ভক্তরা বিভিন্ন মন্ডপে মন্ডপে ভিড় করেন। নারী, শিশুসহ সকল বয়সের হিন্দু ধর্মাবলম্বীরা বিষর্জনে অংশ নিয়েছে।

পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, গত দুই দিন জেলার বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে দমশীতে তেমন করো আড়ম্বরতা ছিল না। মায়ের বিদায় বেলায় রঙ খেলা হতো বিভিন্ন মন্ডপে, এ ছাড়া প্রতি বছর বিজয়া র‌্যালীর মধ্য দিয়ে বিসর্জন দেয়া হলেও এ বছর তা করা হয়নি। এমন পরিস্থিতির কারনে অন্যান্য বছরের ন্যায় র‌্যালী না করে স্ব স্ব পূজা মন্ডপের পাশের পুকুর বা খালে প্রতিমা বিষর্জন দেওয়া হয়েছে। যে কোনো অপ্রতিকর ঘটনা এড়াতে জুম্মার আগেই প্রতি বিষর্জনের কাজ শেষ করা হয়েছে।

এদিকে বিসর্জন পর্যন্ত প্রতিটি মন্দিরে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। এর বাহিরে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২প্লাটুন বিজিবি ও র‌্যাবের ২টি দল টহলে ছিলো।

শেয়ার