Top

ক্ষতিপূরণের দাবিতে পাটুরিয়ায় ডুবে যাওয়া ট্রাকমালিকদের মানববন্ধন

৩০ অক্টোবর, ২০২১ ২:১৭ অপরাহ্ণ
ক্ষতিপূরণের দাবিতে পাটুরিয়ায় ডুবে যাওয়া ট্রাকমালিকদের মানববন্ধন

সরকারি ফেরি উল্টে পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ট্রাকগুলোর চালক-মালিকরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে তারা দাবি সম্বলিত হাতে লেখা পোস্টার নিয়ে পাটুরিয়া ঘাটে দাঁড়ান।

তাদের দাবির মধ্যে রয়েছে- ক্ষতিগ্রস্ত ট্রাকের মালিকদের ক্ষতিপূরণ দেওয়া, দ্রুত ট্রাকগুলো মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া এবং বিআইডব্লিউটিসির সেবার মান উন্নত করা।

ক্ষতিগ্রস্ত ট্রাক মালিক যশোরের মো. শহিদুজ্জামান বলেন, “আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা সরকারের সহায়তা চাই। না হলে ট্রাকের মতো আমরাও পানিতে ভেসে যাব।”

‘নতুন ফেরি চাই’, ‘আমাদের পরিবারকে দেখবে কে’, ‘আমরা বড় অসহায়’ এমন দাবি সম্বলিত পোস্টার দেখা গেছে মানববন্ধনে অংশে নেওয়াদের হাতে থাকা পোস্টারে।

গত বুধবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ভেড়ার সময় ১৪টি ট্রাক ও কয়েকটি মোটরসাইকেলসহ কাত হয়ে উল্টে যায় বিআইডব্লিউটিসির রো রো ফেরি শাহ আমানত। ফেরি আধাডোবা হয়ে থাকলেও ট্রাকগুলো পদ্মায় তলিয়ে যায়।

বেশিরভাগ ট্রাকে ছিল যশোরের বেনাপোল স্থলবন্দর হয়ে আসা আমদানিপণ্য। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১২টি ট্রাক উদ্ধার করতে পেরেছে বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী জাহাজ।

ডুবে যাওয়া সব ট্রাকের মালিক-চালকরা কয়েকদিন ধরেই পাটুরিয়া ঘাটে অবস্থান করছেন।

শাহীদুজ্জামান জানান, তার গাড়ি তোলা হয়েছে বৃহস্পতিবার। তবে স্থানীয় প্রশাসন এখনও সেটা তাকে বুঝিয়ে দেয়নি।

শেয়ার