Top
সর্বশেষ

‘আ’লীগ-বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না মানুষ’

১৩ নভেম্বর, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
‘আ’লীগ-বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না মানুষ’

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, আওয়ামী লীগ-বিএনপির রাজনীতি হচ্ছে অচল মুদ্রার এপিঠ-ওপিঠ। আওয়ামী লীগ-বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না সাধারণ মানুষ।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, মানুষ পরিবর্তনের রাজনীতি চায়। মানুষ জানে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশে দুর্নীতি ও দুঃশাসন আরও বেড়ে যাবে।

দেশ পরিচালনায় আওয়ামী লীগ এতোটাই ব্যস্ত যে রাজনীতির মাঠে তারা নেই বললেই চলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

তিনি বলেন, অপরদিকে বিএনপি অনেক দুর্বল হয়ে পড়েছে। তবে রাজনীতির মাঠে সোচ্চারভাবে সক্রিয় জাতীয় পার্টি। প্রতিকূল পরিবেশের মধ্যেও জাতীকে শক্তিশালী করতে জাপা নির্বাচনের মাঠে আছে।

প্রতি নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি সাধারণ মানুষের কাছাকাছি থাকছে উল্লেখ করে জিএম কাদের বলেন, আমরা নির্বাচনে জয়ী হতে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি। জাতীয় পার্টি নিজস্ব স্বকীয়তা নিয়েই রাজনীতিতে এগিয়ে যাচ্ছে।

এসময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টির হাত ধরেই বাংলাদেশের আগামী দিনের রাজনীতি এগিয়ে যাবে। জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কেউ কিছু করতে পারবে না।

সভায় আরও বক্তব্য রাখেন- জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, অ্যাড. সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম প্রমুখ।

শেয়ার