Top

রোমাঞ্চকর তাবাক্ষ গুহার পথে

১৫ নভেম্বর, ২০২১ ১:৩০ অপরাহ্ণ
রোমাঞ্চকর তাবাক্ষ গুহার পথে
মুহাম্মদ জাভেদ হাকিম :

ভ্রমণ পাগলদের ঘুরে বেড়ানোর শখটাকে জগত সংসারের অনেকেই বিবিধ নেতিবাচক ভাবনায় গলাটিপে ধরতে চায়। কিন্তু তারা হয়তো জানেন না, প্রজাপতির মত ঘুরে বেড়াতে প্রচুর টাকার প্রয়োজন হয় না। কিংবা নৈতিক চরিত্র অধঃপতনেরও তেমন সম্ভাবনা থাকে না।

আলহামদুলিল্লাহ সেদিক হতে আমি লাকি। তাইতো মাঝেমধ্যেই প্রাণের সংগঠন ‘দে-ছুট’ ভ্রমণ সংঘের সঙ্গে দেশের নানান নয়নাভিরাম জায়গায় হুটহাট করেই ছুটে যাই। যেখানে এখনো সাধারণ ভ্রমণ পিপাসুদের পদচারণা তেমন নয়, সেসব জায়গাতেই ‘দে-ছুট’ যেতে বেশি পছন্দ করে। তেমনি এবার লোক চক্ষুর আড়ালে থাকা বছর দেড়েক আগে আবিষ্কৃত তাবাক্ষ গুহা হতে ঘুরে এলাম। তাবাক্ষ নামটার মাঝেই কেমন যেন আদিমতা ভর করে আছে।

ভ্রমণ পরিকল্পনা সব ঠিকঠাক। কিন্তু যাব অচেনা-অজানা দুর্গম পাহাড়ি অঞ্চল। তাই দীঘিনালার বাসিন্দা মি.রকি বিশ্বাসের সহযোগিতা নিলাম। তিনি গ্রীণ সিগনাল দিতেই এক বৃহস্পতিবার রাতের গাড়িতে ছুটলাম খাগড়াছড়ি। ভোরে নেমে প্রথমে হোটেলে সাফসুতর হয়ে,নাস্তা সেরে আবারো উঠে বসলাম দাদার আমলের চান্দের গাড়িতে।

প্রায় একঘন্টা চলার পরে মহাসড়ক ছেড়ে তাবাক্ষ গুহার দিকে, পাহাড়ি পথে কিছুটা অগ্রসর হতেই গাড়ি খাদে আটকে যায়। ঠেলা ধাক্কা নাকে দড়ি বেঁধেও গাড়িটিকে আর চলমান কার্যক্রমে আনা গেলো না।

খাদে আটকা অচল গাড়ি সচল করতে গিয়ে, ভ্রমণকালীন মহা মূল্যবান একটি ঘন্টার পুরোটাই বিফলে। অতঃপর দুই পা’ই ভরসা। হাড়িপাতিল সহ বাজারসদাইর বোস্কাবাস্কি নিয়ে ট্র্যাকিং শুরু। প্রখর রৌদ্র উপেক্ষা করে হাইকিং ট্র্যাকিং চলছে।

মাঝেমধ্যে ছায়াঘেরা কোন গাছতলায় জিরিয়ে নিই। চলতে চলতে চোখে ধরা দেয় শরৎএর নীল আকাশে পেজা তোলা শুভ্র মেঘের ভেলা। কখনোবা কালো মেঘের ঘনঘটা। ঢেউ খেলানো পাহাড়। জুমের ফসল। দিগন্ত বিস্তৃত সবুজ অরণ্য। উঁচু নিঁচু পাহাড়। নলখাগড়ার জঙ্গল। এসবই সামনে এগিয়ে যাবার প্রাণ শক্তি। এই শক্তি বেড়ে আরো দ্বিগুন হলো যখন একটা সময় পুরোপুরি জঙ্গলের পথে ঢুকে গেলাম। শরীরে সাপ পেঁচাবে নাকি কোন হিংস্র জন্তু পা কামড়ে ধরবে, সেদিকে কোন খেয়ালই ছিলো না। সে এক রোমাঞ্চকর ব্যাপার-স্যাপার। সব মিলিয়ে প্রায় তিন ঘন্টা হাইকিং-ট্র্যাকিং করতে করতে পৌঁছি বড় মাইরুং ঝর্ণার উপরে।  গড়িয়ে যাওয়া টলটলে পানির ঝাপটা চোখেমুখে দিতেই সব ক্লান্তি উবে যায়। আহ্ কি শান্তি।

এবার জমবে আসল খেলা। দঁড়ি বেয়ে যখন সবাই তরতর করে ঝর্ণার পাদদেশে নামছিলো,তখন নয়া সঙ্গীদের অনেকেই আমাকে নিয়ে মজা লুটছিলো। তাদের ভাবনা আমাকে হয়তো ১১০ কেজির দেহটা নিয়ে ঝর্ণার উপরেই বসে থাকতে হবে। কিন্তু না। আমিতো দমে যাবার পাত্র নই। সহযোগিতায় এগিয়ে এলো গাইড মিলন ত্রিপুরা। সাহস যোগালো স্কাউট রেদওয়ান সহ ঘুরতে আসা স্থানীয় তরুণ দিপায়ন ত্রিপুরা।

তাদের সহযোগিতায় তরতর করে প্রায় ৯০ ডিগ্রী খাড়া পাহাড়ের আনুমানিক ৫০/৬০ ফিট নীচে নেমে এলাম। এখানে রয়েছে বড় মাইরুং নামক একটি ঝর্ণা। এর শ্বেত শুভ্র হিমহিম ঠান্ডা পানি মন কেড়ে নেয়। বয়ে চলা ঝিরির পরিবেশটা দেখতেও বেশ নৈসর্গিক। ঝর্ণার পানি রিমঝিম ছন্দ তুলে অবিরাম গড়িয়ে পড়ে। এর শীতল পানি চুম্বুকের মত দেহটাকে টেনে নেয়ায় ইচ্ছেমত ভিজতে থাকি।

সবুজের গালিচায় মোড়ানো গহিন পাহাড়ের বুক চীরে, জেগে থাকা বড় মাইরুং ঝর্ণার সৌন্দর্যও কম যায় না।
ওদিকে ‘দে-ছুট’ এর স্বেচ্ছ্বাসেবকদের কেউ কেউ জঙ্গল হতে লাকড়ি কুড়িয়ে আনে। কেউবা বড় বড় পাথর বসিয়ে চুলা বানায়। রন্ধন কারিগররা আগুন জ্বালিয়ে রান্নায় ব্যতিব্যস্ত। বাঁশ কোড়ল সংগ্রহ করতে যাওয়া স্থানীয় বগড়াছড়া পাড়ার তরুণীরাও আমাদের রান্না যজ্ঞে হাত মিলায়।

অল্প কিছুদূর গেলেই কাঙ্খিত তাবাক্ষ গুহার দেখা মিলবে। কিন্তু না। এখনি যাচ্ছি না। আগে দুপুরের আহার সেরে নেয়া হবে। ঘন্টাখানেকের মধ্যেই রেডি হয়ে যায় সাদা ভাত আর মুরগীর তরকারী। আহ্ কি ঘ্রাণ! এই ঘ্রাণ কি তবে ঝর্ণার পানি দিয়ে রান্নার কারণে নাকি ভুবন ভুলানো প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশে বসে খাওয়ার জন্য তা বুঝতে পারলাম না। তা যাই হোক। সবাই মিলে পেট পুরে খাই। খেয়েদেয়ে এবার ছুটলাম তাবাক্ষ অভিমুখে।

অল্প কিছুদূর মাইরুং তৈসা ঝিরিপথ ধরে আগাতেই গুহামুখের দেখা মিলে। দেখেই কেমন কেমন যেনো রহস্যময় লাগে। ভিতরে ঢুকলে না জানি কি হয়। কিন্তু ‘দে-ছুট’ এর দামালদের থামাবে কে। একে একে সবাই সরু গুহার ভিতর ঢুকে পড়ি। একটা সময় পুরোই ঘুটঘুটে অন্ধকার আমাদেরকে আচ্ছন্ন করে। তবুও সঙ্গে নেয়া টর্চের আলোয় আগাতে থাকি। তাবাক্ষর ভিতরটা ভয়ঙ্কর অদ্ভুত সৌন্দর্যে ঘেরা। পাথরের পাহাড়ের মাঝে প্রাকৃতিকভাবে সৃষ্ট তাবাক্ষ গুহা। টর্চের আলোয় উপরের দিকে তাকালে মনের মাঝে ভয়ানক শিহরণের দোল দেয়। তাবাক্ষর পাথুরে ছাদ জুড়ে যেনো রহস্য খেলা করে।

গুহার কিছুকিছু জায়গা মাত্র ১৭/১৮ ইঞ্চি পাশ। সেসব জায়গা দিয়েও কাতচিৎ হয়ে অবলিলায় ঢুকে পড়েছি। দলের প্রত্যেকের মাথায় অদেখা কে দেখার নেশা চেপে ধরেছিলো। ভয় ডর সব তখন ছিলো ফিকে। কথা একটাই দেখতে হবে তাবাক্ষর শেষ অব্দি পর্যন্ত। গুহার আঁকাবাঁকা পথে আগাতে আগাতে একটা সময় বাঁধা হয়ে দাঁড়ায় সুরু পথের মাঝে থাকা এক খন্ড পাথর। হয়তো পাথরটি পথ আগলে না রাখলে আরো কিছুটা দূর যাওয়া যেতো। খানিকটা সময় পাথরের চিপাচাপা দিয়ে চোখ বুলিয়ে, সেখান থেকেই ফিরতি পথ ধরি।

সাংবাদিক অপু দত্তর রিপোর্ট অনুযায়ী, তাবাক্ষ গুহা প্রায় ১৬০ ফিট দৈর্ঘ্য ও ৩০ ফিট উচ্চতা সম্পন্ন। প্রায় সাড়ে তিন ফিট প্রশস্তের হলেও, কয়েকাটা স্থানে একেবারেই সরু। স্থানীয়রা তাবাক্ষ গুহাটিকে দেবতার গুহা নামেও ডাকে। ত্রিপুরা ভাষায় তাবাক্ষ অর্থ বাদুড়ের গুহা। যারা যেই নামেই ডাকুক না কেন, এর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। নিঃসন্দেহে ভ্রমণ পিপাসুদেরকে তাবাক্ষ গুহা রোমাঞ্চিত করবে এটা নিশ্চিত।

যাবেন যেভাবেঃ ঢাকা হতে খাগড়াছড়ি রুটে বিভিন্ন পরিবহনের বাস সার্ভিস রয়েছে। ভাড়া ৫০০টাকা থেকে ১২০০টাকা। খাগড়াছড়ি শহরের শাপলা চত্তর হতে চান্দের গাড়িতে ১৭ কিলোমিটার দূরত্বের দীঘিনালা উপজেলার আটমাইল নামক এলাকা হয়ে বড় পাড়া / বগড়াছড়া পাড়া পর্যন্ত যেতে হবে। এরপর প্রায় দুই কিলোমিটার পাহাড়ি পথে ট্র্যাকিং।

খাওয়া-থাকাঃ দিনে দিনে ঘুরে এসে শহরেই থাকতে হবে। তাবাক্ষ অবস্থানকালীন পর্যাপ্ত পরিমাণ পানি ও শুকনো খাবার সঙ্গে নিতে হবে। সেই সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্র।

সতর্কতাঃ অবশ্যই স্থানীয় পাড়া গুলো হতে গাইড নিয়ে যেতে হবে।নতুবা পথ হারানো সম্ভাবনা রয়েছে।

ছবির ছৈয়ালঃ ‘দে-ছুট‘ ভ্রমণ সংঘ

শেয়ার