Top
সর্বশেষ

খালেদাকে বিদেশ পাঠাতে সরকারের ওপর চাপ প্রয়োগের আহ্বান

১৭ নভেম্বর, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
খালেদাকে বিদেশ পাঠাতে সরকারের ওপর চাপ প্রয়োগের আহ্বান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে রাজনৈতিক দলসহ নাগরিক সমাজের নেতৃবৃন্দদের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বুধবার (১৭ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে গিয়ে সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

মান্না বলেন, আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান জানাবো সকল রাজনৈতিক দল, সামাজিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ-আপনারা সরকারের ওপর এমনভাবে চাপ তৈরি করুন যাতে তারা বাধ্য হয়ে খালেদা জিয়াকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেন।

খালেদা জিয়া সিসিইউতে আছেন জানিয়ে তিনি বলেন, সেখানে এ রকম একজন রোগীকে দেখতে যাওয়া দুরূহ। তবে ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে আমি কথা বলে যা বুঝেছি, তাতে বেগম খালেদা জিয়ার যে রকম চিকিৎসা দরকার, এখানে সে রকম সুযোগ নেই।

খালেদা জিয়াকে সুস্থ করতে চিকিৎসকরা সার্বক্ষণিক চেষ্টা করছেন জানিয়ে মান্না বলেন, রোগীর উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আর সরকার বলছে, তারা মানবিক। কিন্তু এই কি মানবিকের নমুনা? ডাক্তার ছাড়াও একজন সাধারণ নাগরিকও বিশ্বাস করবে না যে, এ রকম গুরুত্বপূর্ণ রোগীকে এভাবে চিকিৎসা করতে হচ্ছে।

‘তারা ওবায়দুল কাদেরের জন্য বিদেশ থেকে ডাক্তার এনে বিমানে করে বিদেশে পাঠালেন। রাষ্ট্রপতি গেলেন। প্রধানমন্ত্রীও চিকিৎসা করালেন। আর ওনার (খালেদা জিয়া) জন্য এত বাধা?

শেয়ার