Top
সর্বশেষ

মেসির পেলেকে ছোঁয়ার রাতে বার্সার ড্র

২০ ডিসেম্বর, ২০২০ ১২:৪৯ অপরাহ্ণ
মেসির পেলেকে ছোঁয়ার রাতে বার্সার ড্র
স্পোর্টস ডেস্ক :

একক কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এতদিন ধরে নিজের করে রেখেছিলেন ফুটবলের জাদুকর পেলে। এবার এই রেকর্ডে তাঁর পাশে বসলেন বার্সেলোনার লিওনেল মেসি। এমন রেকর্ড স্পর্শের দিনে ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে কাতালান ক্লাবটি।

এদিন কেবল পেলের পাশে গিয়েই বসেননি মেসি, সেই সঙ্গে ছাড়িয়ে গিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও। ক্যারিয়ারে সর্বোচ্চ পেনাল্টি থেকে গোল করার রেকর্ড ছিলো রোনালদোর দখলে। গতরাতে রোনালদোকে ছাড়িয়ে এই জায়গাটিও নিজের করে নিলেন মেসি।

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে সান্তোসের হয়ে গোল করেছেন ৬৪৩টি। এবার লিওনেল মেসি ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধেই তাঁকে স্পর্শ করলেন।

ক্যাম্প ন্যু’তে ম্যাচের ২৯ মিনিটের মাথায় মুক্তার দিয়াখাবির হেড জালে জড়ালে ভ্যালেন্সিয়া ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বার্সার মাঠে। এরপর ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগই পেয়েছে ভ্যালেন্সিয়া। কিন্তু ডেনিস চেরিশেভ সুযোগ কাজে লাগাতে পারেননি। আর ৪৪ মিনিটে ম্যাক্সি গোমেজের হেড আরেকটি অসাধারণ সেভে বাঁচিয়ে দিয়েছেন টের স্টেগেন।

প্রথমার্ধের ৪৫ মিনিটের পর যোগ করা অতিরিক্ত সময়ের ৪র্থ মিনিটে গ্রিজম্যানকে ফাউল করায় পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে মেসির নেওয়া শট রুখে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক। তবে রিবাউন্ড থেকে বল জালে জড়িয়ে দলকে সমতায় ফেরান মেসি।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে এগিয়ে যেতে পারত ভ্যালেন্সিয়া। কিন্তু চেরিশেভ অবিশ্বাস্যভাবে সে সুযোগ হাতছাড়া করেছেন। এর মূল্য মিনিট পাঁচেক পরই দিয়েছে তারা। বক্সে ঢোকা এক বল থেকে দুর্দান্ত এক সিজর কিকে গোল করেছেন বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাওহো। ৬৯ মিনিটে গনসালো গেদেসের দারুণ এক পাস নিয়ে বক্সে ঢুকে পড়েন প্রথমার্ধে পেনাল্টি উপহার দেওয়া হোসে গায়া। ভ্যালেন্সিয়া অধিনায়কের কাছ থেকে পাওয়া বলে আলতো করে পা ছুঁয়েই বার্সা রক্ষণের ফাঁক বের করে নেন ম্যাক্সি গোমেজ। আর ক্যাম্প ন্যুয়ে সমতায় ভ্যালেন্সিয়া।

শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই খুশি থাকতে হয়েছে বার্সাকে। এই ড্র’তে ১৩ ম্যাচে ৬ জয়, তিন ড্র আর ৪টি হারে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে রইল বার্সা।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার