Top

সাবিনকো’র পরিচালক হলেন মোহাম্মদ সালাহ উদ্দিন

১৮ জুন, ২০২০ ১:৩৪ অপরাহ্ণ
সাবিনকো’র পরিচালক হলেন মোহাম্মদ সালাহ উদ্দিন

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (যুগ্ম সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিনকে সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির (সাবিনকো) পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সালাহ উদ্দিনকে নিয়োগ দিয়ে বুধবার (১৭ জুন) একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানির (সাবিনকো) মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৪৩, ৪৪ ও ৪৫ নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (যুগ্ম সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত উক্ত কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হলো।

এতোদিন পরিচালক হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়া। মোহাম্মদ সালাহ উদ্দিন তোফাজ্জল হোসেন মিয়ার স্থলাভিষিক্ত হবেন। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার