সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনডেক্স এগ্রো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ৫৯৮ বারে ১ লাখ ৮৭ হাজার ২৮২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৮ বারে ৮৪ হাজার ৯৫৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বেক্সিমকোর দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৭৮৯ বারে ৭৫ লাখ ২৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২২ কোটি ২৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এনভয় টেক্সটাইলের ৯.৭৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯.২৮ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৮.১৪ শতাংশ, জিবিবি পাওয়ারের ৭.৯০ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৯ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৭.২৫ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকের শেয়ার দর ৭.০৯ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস