Top

দর বৃদ্ধির শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স

০৫ ডিসেম্বর, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৫৬৩ বারে ৪ লাখ ৩৩ হাজার ৫৭১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা স্টাইলক্রাফটের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৯২৭ বারে ১ লাখ ৪৫ হাজার ৮৩৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫২ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১৪ হাজার ৭৮৪ বারে ৬ লাখ ৯২ হাজার ৬৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৯৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ইন্স্যুরেন্সের ৯.৯০ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৯.৮৮ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৯.৮১ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৯.২১ শতাংশ, রহিমা ফুডের ৮.৬২ শতাংশ, ইনটেকের ৮.১৪ শতাংশ এবং গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.০৪ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার