সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৫টি কোম্পানির ৩৭ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩১ লাখ ৬৩ হাজার ০৯৪টি শেয়ার ৫১ বার হাত বদলের মাধ্যমে ৩৭ কোটি ২২ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৯ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন হয়েছে সোনালী পেপারের। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকার ডেল্টা লাইফের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ২ লাখ ৬৩ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার।
এছাড়া, ব্লক মার্কেটে আমরা নেটওয়ার্কস, একটিভ ফাইন, এএফসি অ্যাগ্রো, আলহাজ্ব টেক্সটাইল, আর্গন ডেনিমস, এশিয়া ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড,ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, হামিদ ফেব্রিক্স, আইসিবি, আইডিএলসি ফিন্যান্স, কে অ্যান্ড কিউ, খুলনা পাওয়ার, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, আরডি ফুড, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস