সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আমান ফিড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৭২ বারে ১৩ লাখ ১৪ হাজার ৭৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৭৪ বারে ২ লাখ ৪০ হাজার ৫৫০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জিবিবি পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৪৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৪৬ বারে ৫লাখ ৪২ হাজার ১২৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে-ইনডেক্স এগ্রোর ২.২৯ শতাংশ, ফরচুন সুজের ২.২০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.২০ শতাংশ, সোনালী পেপারের ২.১৫ শতাংশ, দেশ গার্মেন্টসের ২.১৫ শতাংশ, শাহজীবাজার পাওয়ারের ২.০৪ শতাংশ এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর ১.৮৮ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস