Top

দুই ফরম্যাটে অধিনায়কত্ব পেলেও বেতন বাড়ছে না রোহিতের

১১ ডিসেম্বর, ২০২১ ১১:১৬ পূর্বাহ্ণ
দুই ফরম্যাটে অধিনায়কত্ব পেলেও বেতন বাড়ছে না রোহিতের

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বে এসেছে বড়সড় পরিবর্তন। সাদা বলের দুই ফরম্যাটে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিরাট কোহলিকে সরিয়ে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। পাশাপাশি টেস্টেও কোহলির ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন রোহিত।

দুই ফরম্যাটে অধিনায়কত্ব ও আরেক ফরম্যাটে সহ অধিনায়কত্ব পেলেও, বেতনে কোনো পরিবর্তন আসছে না রোহিতের। তার যেমন বেতন বাড়ছে না, তেমনি কমছে না অধিনায়কত্ব হারানো কোহলির বেতনও। দু’জন এতোদিন ধরে যা পারিশ্রমিক পেতেন বোর্ড থেকে, এখনও তা-ই পাবেন।

ভারতীয় ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তি মোতাবেক, এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে প্রতি বছর ৭ কোটি রুপি পারিশ্রমিক পেয়ে থাকেন রোহিত। এখন দুই ফরম্যাটে অধিনায়ক হওয়ার পরেও তা-ই পাবেন। রোহিত ছাড়াও সাত কোটি রুপি পারিশ্রমিক পান বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহ।

শেয়ার