Top
সর্বশেষ

দাউদকান্দিতে বিজয়ের ছড়া সমাবেশ

১৮ ডিসেম্বর, ২০২১ ৪:০৯ অপরাহ্ণ
দাউদকান্দিতে বিজয়ের ছড়া সমাবেশ
কুমিল্লা উত্তর প্রতিনিধি :

বাংলাদেশ শিশুসাহিত্য কেন্দ্র’র উদ্যোগে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে টুপটাপ ছড়া সমাবেশ ও সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ২০২১ সম্পন্ন হয়েছে।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুকীপুর গ্রামে শুক্রবার বিকেলে টুপটাপ কার্যালয়ে এঅনুষ্ঠান সম্পন্ন হয়। সভায় শিশুসাহিত্য পত্রিকা টুপটাপ-এর সম্পাদক ওমর ফারুক নাজমুল-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিশুসাহিত্যিক ফারুক নওয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিশুসাহিত্যিক আহমেদ জসিম, স.ম শামসুল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গীতিকার বাকীউল আলম, মনিরুজ্জামান পলাশ, কামাল হোসাইন, ছড়াকার বদরুল আলম, অধ্যাপক মতিন সৈকত, সাংবাদিক শরীফ প্রধান।

অনুষ্ঠানে বিজয়ের স্বরচিত লেখা পাঠ করেন, কবি দেওয়ান আজিজ, চানমিয়া চান্নু, আমিনুল ইসলাম মামুন, মাহমুদ বিক্রম, আমিনুল সাহা, রফিক উমর, আতিক রহমান, লুৎফর রহমান, নজরুল ইসলাম নঈম, খৈয়াম আজাদ, প্রকাশক আরিফ নজরুল, আশিক মুস্তাফা, সুপান্থ মিজান। উপস্থিত ছিলো, ইউসুফ মোহাম্মদ নাছির, সিয়াম আনোয়ার, খন্দকার হুমাঈদ, নুরুননবী আহাম্মেদ, অ্যাড. রাসেল রাফী ও ডাঃ নাঈম প্রধান। অনুষ্ঠানটি পরিচালনা করেন, শিল্পী গোলাম নবী পান্না ও ছড়াকার খন্দকার আল মামুন।

শেয়ার