Top
সর্বশেষ

পাংশা ইউপি নির্বাচনে প্রতিক বরাদ্দের আগেই ৯ জন নির্বাচিত

২০ ডিসেম্বর, ২০২১ ৪:১০ অপরাহ্ণ
পাংশা ইউপি নির্বাচনে প্রতিক বরাদ্দের আগেই ৯ জন নির্বাচিত
মিঠুন গোস্বামী রাজবাড়ী :

রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী। তবে সংরক্ষিত মহিলা সদস্য ৩ জন ও সাধারণ সদস্য (মেম্বার) হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় ৬ জন নির্বাচিত হয়েছে। বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ৯ জনই মাছপাড়া ইউনিয়নের।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মাছপাড়া ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে থেকে ৩জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে। এছাড়াও সাধারণ সদস্য পদ থেকে ৯ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে।

বাহাদুর পুর ইউনিয়নে মনোনয়ন পত্র প্রত্যাহার করে চেয়ারম্যান পদে ১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন। হাবাসপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন ও সাধারণ সদস্য পদে ২ জন। যশাই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ সদস্য পদে ২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে। কলিমহর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে। কসবামাজাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে। বাবুপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন ও সাধারণ সদস্য পদে ৩ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে। সরিষা ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে। পাট্টা ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ১জন মনোনয়ন পত্র প্রত্যাহার করে।মৌরাট ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন ও সাধারণ সদস্য পদে ২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

সোমবার (২০ ডিসেম্বর) পতিক বরাদ্দের মধ্যে দিয়ে প্রার্থীরা নির্বাচন প্রচার প্রচারণা চালানোর আনুষ্ঠানিক অনুমতি পায়। উপজেলার ১০ টি ইউনিয়নে ৫ম ধাপের এ ইউপি নির্বাচনে ৫ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান পদে মোট প্রার্থী রয়েছে ৫৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে রয়েছে ১১০ জন ও সাধারণ সদস্য (মেম্বার) পদে রয়েছে ৩৫১ জন প্রতিদ্বন্দি।

শেয়ার