Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

ফরিদগঞ্জে প্রতীক নিয়ে মাঠে ৬৯৩ প্রার্থী

২০ ডিসেম্বর, ২০২১ ৮:৫৮ অপরাহ্ণ
ফরিদগঞ্জে প্রতীক নিয়ে মাঠে ৬৯৩ প্রার্থী
শিমুল হাছান, ফরিদগঞ্জ :

সারা দেশের ন্যায় ৫ জানুয়ারী ২০২২ইং ৫ম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত আসনের ১২৪ জন এবং সাধারণ আসনে ৪৯৬ জন প্রার্থীসহ মোট ৬৯৩ জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্ধ দিয়েছে উপজেলা নির্বাচন অফিস।

সোমবার (২০ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রার্থীদের পক্ষে সমর্থকদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাংলাদেশ আওয়ামীলীগের
নৌকা প্রতীকে যারা নির্বাচন করছেন, তারা বিশাল বিশাল শো-ডাউন নিয়ে তাদের প্রতীক গ্রহণ করেছেন। প্রায় পুরোদিনই উপজেলা পরিষদ এলাকাটি ছিল নির্বাচনী আমেজে মুখরিত।

উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন, ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাহাউদ্দিন বাহার (নৌকা), সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন (আনারস) ও ওয়ালি উল্ল্যাহ (হাতপাখা)।

২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নে চেয়ারম্য্যান পদে জি এম হাসান তাবাচ্চুম (নৌকা), বর্তমান চেয়ারম্যান মো: হারুন অর-রশিদ (আনারস), সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন খান নয়ন (চশমা), মো: ইব্রাহিম (মটর সাইকেল) ও মাসুম বিল্লাহ (হাতপাখা)।

৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শারাফত উল্লা (নৌকা), সাবেক চেয়ারম্যান আব্দুল হক মিয়াজী (মটর সাইকেল), মো: হামিদ (গোলাপ ফুল), হোসেন কাজী (টেলিফোন), কবির আহমেদ (হাতপাখা), আরমান হোসেন (ঘোড়া), বেলায়েত হোসেন (চশমা) ও জাকির হোসেন বাবু (আনারস)।

৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পারভেজ হোসাইন (নৌকা), এস. এম জসিম উদ্দিন আনসারী (চশমা), বর্তমান চেয়ারম্যান মহসীন হোসেন (আনারস), সিদ্দিক মিজি (গোলাপ ফুল) ও শফিক বেপারী (হাতপাখা)।

৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আব্দুল গনি পাটওয়ারী (নৌকা), সাবেক চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী (চশমা), সাইমুন (হাতপাখা), মো. কবির আহাম্মেদ (মটর সাইকেল), মো. আবদুল মান্নান (আনারস), মো. মোস্তাফিজুর রহমান (ঘোড়া), মো. মহিউদ্দিন (টেবিল ফ্যান) ও মো. সিরাজুল ইসলাম(টেলিফোন)।

৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম (নৌকা), বুলবুল আহাম্মেদ (আনারস), মো. মাসুদ রানা (হাতপাখা) ও মোঃ
আব্বাছ (মটর সাইকেল)। ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: আলাউদ্দিন পাটওয়ারী (নৌকা), সাইফুল ইসলাম সর্দার (আনারস), সাবেক
চেয়ারম্যান আবু তাহের পাটওয়ারী (মটর সাইকেল), মো: মহসীন(ঘোড়া), মো: তোফায়েল ইসলাম আহম্মেদ(চশমা), ইব্রাহিম শেখ (হাতপাখা)।

৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সোহেল চৌধুরী (নৌকা), মো: শাহ আলম শেখ (চশমা), এমরান হোসেন (আনারস), মো: শাহ আলম গাজী (হাতপাখা) ও মাসুদ আলম (মটর সাইকেল)।

১০ নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলাউদ্দিন আহমেদ (নৌকা), মো: হুমায়ুন কবির পাটওয়ারী (চশমা), মো: এমরান হোসেন (আনারস), হুমায়ুন কবির (হাতপাখা) ও আবু জাফর (মটর সাইকেল)।

১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে মাহমুদুল হাসান মিরাজ ( নৌকা), বর্তমান চেয়ারম্যান বাছির আহমেদ (আনারস), মামুনুর রশিদ সুমন হাওলাদার (রজনীগন্ধা), সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাটওয়ারী (ঘোড়া), নুরুল আমিন পাটওয়ারী (টেবিল ফ্যান), হাসান আহমেদ সুমন (মটর সাইকেল), মোস্তফা কামাল পাটওয়ারী (অটোরিক্সা), আবুল হোসেন পাটওয়ারী (টেলিফোন), এস এম নুরুন্নবী (চশমা)) ও আমান উল্ল্যা (হাতপাখা)।

১২ নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে মোরশেদ আলম মুরাদ (নৌকা), বর্তমান চেয়ারম্যান হাসান আব্দুল হাই (চশমা), মো: শাহজাহান (আনারস), মিজানুর রহমান ভূঁইয়া (মটর সাইকেল) ও হাবিবুর রহমান (হাতপাখা)।

১৫ নং রূপসা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: ওমর ফারুক ফারুকী (নৌকা), নূরের রহমান পাটওয়ারী (আনারস), এস এম কাউসারুল আলম
কামরুল (মটর সাইকেল) ও মো: কামাল (হাতপাখা)।

১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে মো: শরীফ হোসেন (নৌকা), সাবেক চেয়ারম্যান ওয়াহিদুর রহমান (চশমা), আ: কাদের খোকন (আনারস), ইউছুফ পাটওয়ারী (হাতপাখা) ও জহিরুল ইসলাম (মটর সাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

শেয়ার