Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

রাঙামাটি ইউপি নির্বাচন উপলক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা সভা

২২ ডিসেম্বর, ২০২১ ৪:৪৯ অপরাহ্ণ
রাঙামাটি ইউপি নির্বাচন উপলক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা সভা
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ডিসেম্বর) সকালে রাঙামাটি সদর উপজেলা পরিষদ এবং উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান।

এসময় সদর উপজেলার ইউপি নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান- ইউপি সদস্য প্রার্থীরা এবং জেলার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন- ২৬ডিসেম্বর তৃতীয় ধাপে রাঙামাটি সদরের ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ভাবে পরিচালনা করতে সবরকম প্রস্তুতি নিয়ে নিতে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

ডিসি বলেন- নির্বাচনে কেউ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি নির্বাচনী এলাকায় সাধারণ মানুষ যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে এইজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

শেয়ার