Top
সর্বশেষ
ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫ শিরোপা ধরে রাখতে বরিশালের সামনে বড় লক্ষ্য দিলো চিটাগং কিংস আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নারায়ণগঞ্জের সেই গডফাদার কোথায়: জামায়াত আমীর ইসরাইলের তৈরি বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

বাংলাবাজার রুটে নৌযান চলাচল শুরু

২৩ ডিসেম্বর, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ
বাংলাবাজার রুটে নৌযান চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে লঞ্চ-স্পিডবোট চলাচল শুরু করেছে। এর আগে ভোর থেকে কুয়াশার মাত্রা বেশি থাকায় দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল নৌরুটে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকেই কুয়াশার তীব্রতা থাকায় সামান্য দূরত্বেও দিক-নির্ণয় সম্ভব হয়নি। সকাল সাড়ে ছয়টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কমে গেলে সকাল সাড়ে ৯টা থেকে সব নৌযান চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কমলে সকাল ৯টার পর থেকে নৌযান চলাচল স্বাভাবিক হবে।

শেয়ার