Top
সর্বশেষ
ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫ শিরোপা ধরে রাখতে বরিশালের সামনে বড় লক্ষ্য দিলো চিটাগং কিংস আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নারায়ণগঞ্জের সেই গডফাদার কোথায়: জামায়াত আমীর

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার

০৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫৯ দশমিক ১২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২১.৮০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৩৪ দশমিক ৪৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩.৯০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪.৮০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–নিউলাইন ক্লোথিংসের ২৫.৩৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৫.০০ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ২৪.৪৪ শতাংশ, বিডি থাই ফুডের ২৩.৩৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৩.০৮ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৫.১০ শতাংশ এবং বিবিএস ক্যাবলসের ২০.৫৩ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার