ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫৯ দশমিক ১২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২১.৮০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর বেড়েছে ৩৪ দশমিক ৪৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩.৯০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪.৮০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–নিউলাইন ক্লোথিংসের ২৫.৩৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২৫.০০ শতাংশ, কাট্টলি টেক্সটাইলের ২৪.৪৪ শতাংশ, বিডি থাই ফুডের ২৩.৩৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৩.০৮ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৫.১০ শতাংশ এবং বিবিএস ক্যাবলসের ২০.৫৩ শতাংশ দর বেড়েছে।
এসকেএস