Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বীচ হ্যাচারি

০৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:২৬ পূর্বাহ্ণ
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বীচ হ্যাচারি
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮০ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৭৭ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রামীন ফোনের ৫৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের ৪২ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ১.৯৯ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-মিডল্যান্ড ব্যাংকের ৪১ কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৪১ কোটি ৪৪ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৪১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৩৯ কোটি ৪৫ লাখ টাকা, অগ্নী সিস্টেমসের ৩৯ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৩৭ কোটি ৭৩ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস

শেয়ার