Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

রাঙামাটিতে সন্ত্রাসীদের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

২৯ ডিসেম্বর, ২০২১ ২:০৭ অপরাহ্ণ
রাঙামাটিতে সন্ত্রাসীদের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ের সন্ত্রাসীদের দু’পক্ষের সংঘর্ষে দু’দলের দু’জন নিহত হয়েছেন। বুধবার (২৯নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের দু’কিলো নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- গনতান্ত্রিক ইউপিডিএফ এর সশস্ত্র সদস্য জানং চাকমা (৩৮)। তবে জেএসএস সন্তু গ্রপের সশস্ত্র সদস্য এ ঘটনায় নিহত হলেও তার নাম জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন মো. মনু নামের এক যুবক। তার পায়ে দু’টি গুলি লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে- বুধবার দুপুরে রূপকারী ইউনিয়নের দু’কিলো নামক এলাকায় বসে ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যরা দোকানে চা পান করছিলেন। এসময় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা এসে অতর্কিত হামলা চালালে ঘটনাস্থলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের দু’জন ঘটনাস্থলে মারা যান।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

শেয়ার