Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

২০ ঘণ্টা পর বাড়ি ফিরলেন জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক

০৭ জানুয়ারি, ২০২২ ১০:৪৪ পূর্বাহ্ণ
২০ ঘণ্টা পর বাড়ি ফিরলেন জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে পুলিশে সোপর্দ করা হয়েছিল জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মাহবুব হাসান রকিকে। এরপর দুই পক্ষের সমঝোতায় প্রায় ২০ ঘণ্টা পর পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরেছেন তিনি।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ।

এর আগে বুধবার রাত ৯টার দিকে নির্বাচনের ফল প্রকাশের সময় অনুমতি ছাড়াই গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে প্রবেশের চেষ্টা ও ইউএনওর গাড়িচালকের ওপর হামলার অভিযোগ এনে রানাকে পুলিশে সোপর্দ করেন ইউএনও মো. তাজুল ইসলাম।

ইউএনও তাজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং তার ব্যাপারে আইনী ব্যবস্থা না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ নিয়ে অনেকের সঙ্গে আলোচনাও হয়েছে। সব মিলে আইনীভাবে পদক্ষেপ নিলাম না।

মাহবুব হাসান রানা বলেন, বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রত এবং মর্মাহত। কোনোদিন এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। তবে বিষয়টির সমাধান হওয়ায় এ ব্যাপারে আর কিছু বলতে চাই না।

শেয়ার