জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চান মিয়া চানু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, ছাত্রদলের সভাপতি পিয়াস সরকারসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এনজে