Top
সর্বশেষ
শিরোপা ধরে রাখতে বরিশালের সামনে বড় লক্ষ্য দিলো চিটাগং কিংস আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নারায়ণগঞ্জের সেই গডফাদার কোথায়: জামায়াত আমীর ইসরাইলের তৈরি বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার: প্রধান উপদেষ্টা রিজার্ভ বেড়ে ফের ২০ বিলিয়ন ডলারের ঘরে একুশে পদক পাচ্ছেন মাহমুদুর রহমানসহ ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল সরকারের বিবৃতি: শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে ক্রোধের বহিঃপ্রকাশ ৩২ নম্বরে ভাঙচুর দিনাজপুরে ৬টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

সরিষাবাড়ীতে ঝগড়া থামাতে গিয়ে শ্রমিক দল নেতার মৃত্যু

০৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে ঝগড়া থামাতে গিয়ে শ্রমিক দল নেতার মৃত্যু
মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ীতে জমিসংক্রান্ত বিরোধের ঝগড়া থামাতে গিয়ে উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজ সরদার নামে একজন নিহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলা সাতপোয়া ইউনিয়নের চর-ছাতারিয়া (পূর্বপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ছাতারিয়া এলাকার আব্দুল সালামের সঙ্গে একই গ্রামের আ. করিম মণ্ডলদের ৭ শতাংশ ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। শুক্রবার সকালে সেই বিরোধপূর্ণ জমিতে হাল দিতে যায় আব্দুল সালাম পক্ষের লোকজন। এ সময় আব্দুল করিম মণ্ডলের বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ বাধে। সে সময় আজিজ সরদার ঝগড়া থামাতে যান।

সময় আব্দুল সালামের স্ত্রী রেবা বেগম উত্তেজিত হয়ে আজিজ সরদারকে ধাক্কা দিলে কোদালের ওপড় পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ের জামাই সোহাগ সরকার বলেন, আমার শ্বশুর গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। জমিসংক্রান্ত বিরোধের খবর পেয়ে তিনি সেখানে গিয়ে দুপক্ষকে থামাতে যান। কিন্তু উত্তেজিত হয়ে রেবা বেগম আমার শ্বশুরকে আঘাত করলে তিনি ঘটনাস্থলে মারা যান।

সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিক দল নেতা নিহতের ঘটনায় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএইচ

শেয়ার