Top
সর্বশেষ

মাগুরায় স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকা গ্রহণ শুরু

০৯ জানুয়ারি, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
মাগুরায় স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকা গ্রহণ শুরু
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরায় আজ রবিবার থেকে সদর ও শ্রীপুর উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে করোনার টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। চলবে আরও দুইদিন।

মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৯ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ৭টি ভেন্যুতে মোট ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ হাজার ১৩০ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।

প্রথম দিনেই ভেন্যুগুলোতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় এড়িয়ে টিকাদান কার্যক্রম চালাতে স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের হিমসিম খেতে হচ্ছে।

মাগুরা সদর উপজেলা পরিষদ ভেন্যুতে উপস্থিত সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সুবর্ণা বিশ্বাস জানান, নির্ধারিত সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিদের টিকার আওতায় আনা হবে। তবে কোনো শিক্ষার্থী এই সময়ে টিকা নিতে না পারলে পরের দিনও তাদের টিকা দেয়া হবে।

 

শেয়ার