Top

সরবরাহ কমানোর পর ঊর্ধ্বমুখী তেলের দাম

১৯ জুন, ২০২০ ২:১৯ অপরাহ্ণ
সরবরাহ কমানোর পর ঊর্ধ্বমুখী তেলের দাম

উৎপাদক দেশগুলো সরবরাহ কমানোর পর বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবারের মতো মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে শুক্রবারও। এদিন সবধরনের তেলের দাম বেড়েছে প্রায় এক শতাংশ করে।

শুক্রবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩৫ সেন্ট, অর্থাৎ ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৮৬ মার্কিন ডলার প্রতি ব্যারেল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩৮ সেন্ট, অর্থাৎ এক শতাংশ বেড়ে হয়েছে ৩০ দশমিক ২২ ডলার।

বৃহস্পতিবার দু’টি তেলেরই দাম বেড়েছিল গড়ে দুই শতাংশ করে। এই ধারা চলতে থাকলে চলতি সপ্তাহে অন্তত আট শতাংশ মূল্যবৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে।

করোনা মহামারির ধাক্কা কাটিয়ে তেলের বাজারে এ সুদিন ফেরানোর প্রক্রিয়ায় ওপেক ও এর মিত্র দেশগুলোর (ওপেক প্লাস) তেল উৎপাদন কমিয়ে দেয়ার সিদ্ধান্ত বড় অবদান রাখছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

সম্প্রতি ইরাক ও কাজাখস্তান মে মাসে অতিরিক্ত উৎপাদনের ক্ষতিপূরণ হিসেবে জুনে সরবরাহ কমিয়ে দিয়েছে। ওপেক প্লাসের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, উৎপাদক দেশগুলো কম উৎপাদনের ধারা অব্যাহত রাখলে আগামী তিন মাসের মধ্যে বাজারে উদ্বৃত্ত তেল শেষ হয়ে ভারসাম্য আসবে। সূত্র: রয়টার্স

শেয়ার