Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই: মাহবুব তালুকদার

১৬ জানুয়ারি, ২০২২ ৩:১৮ অপরাহ্ণ
বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই: মাহবুব তালুকদার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট যত বেশি পড়বে আমি তত বেশি খুশি হব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, আমাদের বিদায় লগ্নে আমি একটা ভালো নির্বাচন দেখতে চাই। এ জন্য আমি এখানে এসেছি।

রোববার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, এখন আমি কিছু বলব না। ভোট গ্রহণ শেষে এ বিষয়ে মন্তব্য করব।

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে এখনও পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটারদের উপস্থিতি সকাল পর্যন্ত ভালোই লক্ষ্য করা গেছে। তবে ভোটগ্রহণে দীর্ঘ সময় লাগছে। ইভিএম সত্ত্বেও কেন এত সময় লাগছে, এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি দায়িত্বরত কর্মকর্তারা। তারা এজন্য ভোটারদের অনভিজ্ঞতাকে দায়ী করছেন।

মাহবুব তালুকদার বলেন, নির্বাচন সম্পর্কে আমার চেয়ে সাংবাদিকরা ভালো জানেন। আমি তো একদিন এসেছি, গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন ধরে এটা দেখছেন, পর্যবেক্ষণ করছেন। কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা (মিডিয়া) জানান।

শেয়ার